শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সংগীতকার নচিকেতা - যাকে জীবনমুখী গানের একজন অন্যতম প্রবক্তা মনে করা হয়, তিনি সম্প্রতি হাসপাতাল থেকে ফিরে প্রবল অভিমানী। শিল্পী জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ১০ ডিসেম্বর রাতে এহেন ‘উপলব্ধি’ লিপিবদ্ধ করেছিলেন তিনি। কিন্তু জীবনমুখী শিল্পীর কণ্ঠে এহেন মৃত্যুসুর কেন? খোঁজ নিয়ে জানা গেল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন নেটবাসিন্দাদের একাংশ নচিকেতার মৃত্যুকামনা করেছিলেন। আর তাতেই আঘাত পেয়েছেন ‘আগুনপাখি’। আর সেই অভিমানই উগড়ে দিয়েছেন এহেন ভিডিওবার্তায়। নচিকেতাকে বলতে শোনা গেল, “আমাকে তো আমার যা আয়ু, তার থেকে বেশিবার মারা হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। আবারও বেঁচে এলাম। হয়তো ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন।"
{link}
পাশাপাশি শব্দরাজিতে নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি নচিকেতা! সেই ভিডিও বার্তায় শিল্পীকে বলতে শোনা যায়, “আমি লিখছি যাতে লোকে পড়ে। ভালো লাগলে ভালোটা নিজের কাছে রাখবেন। আর ভালো না লাগলে ভুলে যান। কমেন্ট করবেন না। কারণ আমি আপনার কমেন্টের আশায় এটা লিখছি না। আমার কারও কমেন্টের প্রয়োজনও নেই। অন্তত এই সামান্য বিষয়ে। আপনি হয়তো বলবেন, বারে! আপনি লিখবেন, আর আমি কমেন্ট করব না!" কিন্তু শ্রোতাদের তিনি রীতিমত ধমক দেন মঞ্চে দাঁড়িয়ে। এটা হয়তো কোনো কোনো শ্রোতা ভালো মনে নেয় নি। নাহলে এতো বড়ো শিল্পী সম্পর্কে কেন মানুষ এমন কথা বলেন!
{ads}