শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মহাধুমধাম করে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল ৭২-তম মিস ওয়ার্ল্ড (Miss World) প্রতিযোগিতা। আর হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হল দুর্ধর্ষ উদ্বোধনী অনুষ্ঠান।
{link}
আর এই জাঁকজমকের মাঝে প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩ নন্দিনী গুপ্তা (Nandini Gupta)। সঞ্চালক যে-ই ভারতের নাম ঘোষণা করেন, সেই মুহূর্তে সকলের নজর যেন ঘুরে যায় নন্দিনীর দিকে। ঐতিহ্যবাহী পোশাকে সকলের নজর কেড়ে নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নন্দিনী বেছে নিয়েছিলেন একেবারে হাতে বোনা দুর্ধর্ষ পোশাক।
{link}
আর নন্দিনীর এই পোশাকটি তৈরি করেছেন পুরস্কার-বিজয়ী টেক্সটাইল এবং ফ্যাশন ডিজাইনার গৌরাঙ্গ শাহ। ফলে হাতে বোনা এই পোশাকটিতে ফুটে উঠেছে ঐতিহ্য এবং সূক্ষ্ম কারিগরির মেলবন্ধন। মূলত ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের জামদানি বুননের এক অনন্য ফিউশনই প্রদর্শন করা হয়েছে।
{ads}