header banner

Saif Ali Khan : আবার সুস্থ হয়ে প্রকাশ্যে আসলেন নবাব পুত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেকদিন পড়ে আবার সুস্থ হয়ে প্রকাশ্যে আসলেন নবাব পুত্র সইফ আলি খান (Saif Ali Khan)। সোমবার একটি ছবির অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। হামলা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সইফ। তবে অনুরাগীদের বলেন, অনুষ্ঠানে আসতে পেরে তিনি খুশি। কয়েকদিন আগে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র (Sharmila Tagore), তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত।

{link}

অল্পের জন্য তা থেকে বেঁচেছেন। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। যদিও তার আঘাতের উৎস নিয়ে বিতর্ক সমানে চলেছে। যাকে অপরাধী বলে প্রথমে গ্রেফতার করা হয়, দেখা যায় সে আদৌ অপরাধী নয়। সেই নিয়ে চলেছে তদন্ত। এই মুহূর্তে আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ‘ছোটে নবাব’-এর।

{link}

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথমবার কোনও অনুষ্ঠানে অংশ নিলেন সইফ। একটি মূল্যবান হিরে চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ (Jewel Thief)। ওই ছবিতে অভিনয় করেছেন সইফ। সোমবার সেই ছবির একটি অনুষ্ঠানেই গিয়েছিলেন পটৌদির নবাব। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল তাঁর পরনে। তবে ঘাড়ে বড়সড় ব্যান্ডেজ বাঁধা ছিল। বাঁ হাত ঢাকা ছিল কালো ব্যান্ডেজে। তবে তার মধ্যেও হাত নেড়ে সকলকে অভিবাদন জানান তিনি। বুড়ো আঙুল তুলে জানিয়ে দিলেন তিনি ভালো আছেন।

{ads}

News Breaking News Saif Ali Khan Bollywood Jewel Thief সংবাদ

Last Updated :