header banner

Neha Kakkar : মঞ্চে গান গাইতে উঠে কেঁদে ভাসাচ্ছেন নেহা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোশাল মিডিয়ায় নেহাকে (Neha Kakkar) নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গায়িকা মেলবোর্নের মঞ্চে গান গাইতে উঠে কেঁদে ভাসাচ্ছেন! এই ঘটনা দেখেই নেটপাড়ার জোর শোরগোল পড়ে গিয়েছে। গায়িকার সঙ্গে কী এমন ঘটেছে?

{link}

আসলে মেলবোর্নের (Melbourne) এই শোয়ে গায়িকা তিন ঘণ্টা দেরিতে পৌঁছান। সন্ধ্যে সাড়ে সাতটায় মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত দশটায়। আর তাতেই যত বিপত্তি! শ্রোতারা একটা সময়ের পর অধৈর্য হয়ে পড়েন। ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত শ্রোতারা। সম্প্রতি মেলবোর্নে গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। আর সেখানে মঞ্চে উঠতেই বিপাকে পড়লেন গায়িকা। ঠিক কী ঘটেছে? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে, গায়িকা শুধু কাঁদছেন তাই নয়, উপস্থিত দর্শকদের কাছে ক্ষমাও চাইছেন।

{link}

তাঁকে বলতে শোনা গিয়েছে, ” আপনারা সত্যিই খুব ভালো শ্রোতা। এতক্ষণ ধরে আমার গান শোনার জন্য অপেক্ষা করেছেন। আমি জীবনে কখনও দেরি করে অনুষ্ঠানে যাইনি। কারণ দেরি করাটা আমার খুবই অপছন্দের বিষয়। আমি সত্যিই দুঃখিত। আপনাদের এই সহযোগিতা আমি আজীবন মনে রাখব।” কিন্তু তাতেও মন ভেজে নি দর্শক শ্রোতাদের। তারা নেহাকে হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ পর্যন্ত দেন। শেষ পর্যন্ত অবশ্য ক্ষোভ সামাল দেওয়া যায়।

{ads}

News Breaking News Neha Kakkar Melbourne Singer Bollywood সংবাদ

Last Updated :