header banner

Raktabeej 2 : আবির-মিমির রোম্যান্সে মাত নেটপাড়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)-এর নতুন গান প্রকাশ্যে এনে অসাধারণ রোম্যান্স-এর দৃশ্যতে ধরা পড়লো আবির (Abir Chatterjee) মিমি (Mimi Chakraborty)। আর সেই গানেই পঙ্কজ-সংযুক্তার রোম্যান্স দেখে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) উল্লাস! পুজোর পর্দায় আসার আগেই আবির-মিমির দখলে নেটভুবন। আর সেই জোয়ারে গা ভাসালেন শুভশ্রীও।

{link}

সম্প্রতি রিলে মিমির সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) তুলনা টেনে শোরগোল ফেলে দিলেন রাজঘরনি। এবার পুজো রিলিজ ‘রক্তবীজ ২’-এর জন্যেও মিমির হয়ে গলা ফাটালেন শুভশ্রী। গানের ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন- ‘ভীষণ হট।’ পালটা ‘শুভ’কে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মিমিও। উল্লেখ্য, নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠে ও অনুপম রায়ের সুরে ‘রক্তবীজ ২’-এর নতুন গান বুধবার প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছে। পুজো রিলিজের ভিড়়ে মিমি-শুভশ্রীর এহেন বন্ধুত্ব যে ‘রক্তবীজ’ সিক্যুয়েলের উন্মাদনার পালে বাড়তি হাওয়া দিল, তা বলাই বাহুল্য।

{link}

প্রসঙ্গত, অতীতের মান-অভিমান ঝেড়ে ফেলে মিমি-শুভশ্রী কিন্তু বিগত বছরগুলিতে একে-অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য তাঁদের একফ্রেমে দেখা গিয়েছিল। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সম্প্রতি সেই পরিণত বন্ধুত্বের হাত ধরে সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নেন দুই অভিনেত্রী।

{ads}

 

News Breaking News Tollywood Raktabeej 2 Abir Chatterjee Subhashree Ganguly সংবাদ

Last Updated :