header banner

Tollywood: বড় পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প! মুক্তি পেল রুক্মিণী-চিরঞ্জিতের নতুন সিনেমা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ২৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেল ‘হাঁটি হাঁটি পা পা’। বাবা ও মেয়ের চরিত্রে রয়েছেন চিরঞ্জিৎচক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। ইতিমধ্যেই ছবি মুক্তির আগে ছবির বিভিন্ন প্রচার সিনেমা প্রেমীদের নজর কেড়েছে। সেই প্রচারের ঝলকে বোধহয় রিয়েল লাইফের বাবা-মেয়েরাও নিজেদের খুঁজে পেয়েছেন। আসলে একটা সময়ের পর মেয়েরাই হয়ে ওঠে বাবাদের আশ্রয়স্থল। অভিভাবক বললেও কম হবে না। ছবি মুক্তির আগে শেষমুহূর্তেও জোরকদমে ছবির প্রচার। সম্প্রতি ছবির সেই প্রচারই হল দিঘাতে। বলে রাখা ভালো এইপ্রথম দিঘার বুকে কোন বাংলা ছবির এমন প্রচারমূলক অনুষ্ঠান আয়োজিত হল। সাড়ম্বরে এই অনুষ্ঠান আয়োজন করেছিল দিঘার এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলা আমার মা’।

{link}

  কলকাতা থেকে নতুন ছবির প্রচার সারতে দিঘায় এসেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পছন্দের নায়িকাকে দেখার জন্য এদিন অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। তবে শুধুই ছবির প্রচার সারলেন না অভিনেত্রী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, কল্যান জানা-সহ বিশিষ্ট সমাজসেবী নেপাল ভুঁইয়া, কেদারনাথ গিরি, শ্রীকৃষ্ণ দাস-সহ স্থানীয় নেতৃত্বরা। শুধু তাই নয়, একইসঙ্গে এদিনের অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্বদের তরফে আগামীদিনে দিঘা কনভেনশন সেন্টারে সিনেমাহল তৈরির প্রস্তাবও জানানো হয়।

{ads}

Bengali Movie Tollywood Movie Rukmini Maitra Chiranjeet Dev Hati Hati Pa Pa Movie New Movie Tollywood News সিনেমা নতুন সিনেমা টলিউড বাংলা সিনেমা

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article