header banner

Shovan Ganguly : প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের নতুন রূপ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান -' আমি বাংলায় গান গাই' - বহু শিল্পীর কন্ঠে আমরা শুনেছি। এবার একদম নতুন ঘরানায় তা উপস্থিত করতে চলেছেন শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। যদিও ক্রান্তি (Kranti) ছবিতে সেই গানকে কিছুটা আলাদা ভাবে রিঅ্যারেঞ্জ করা হয়েছিল। এবার সেই গানকে একেবারেই নতুন ভাবে সাজিয়ে আনছেন শোভন।

{link}

জানা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে ব্যবহৃত ৭টি আঞ্চলিক ভাষাকে ব্যবহার করা হয়েছে এই গানে। জানা গিয়েছে কলকাতা, পুরুলিয়া, কোচবিহার, বীরভূম, মালদা, সহ বিভিন্ন জায়গার বাংলা ভাষার যে নিজস্ব রূপ আছে সেটাই ধরা পড়েছে। শুধু ভাষা নয়, আছে নাচও। যেমন পুরুলিয়ার ছৌ নাচ, মালদার গম্ভীরা, ইত্যাদিও দেখা যাবে এই গানে। বীরভূম জেলার নাচ হিসেবে থাকছে রবীন্দ্র নৃত্য। শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) জানিয়েছেন এই গানটি গেয়েছে ছোটরা।

{link}

সেই বিষয়ে তিনি জানিয়েছেন, 'আমরা এই বাংলা ভাষার সেভাবে যত্ন করছি না, কদর করছি না। এই ভাষায় কথা বলতে বাচ্চারা ভয় পাচ্ছে। ওদের জানানো দরকার যে বিষয়টা সাবলীল। তাই ছোটদের বেছে নিয়েছি।' তিনি এদিন তাঁর এই গান প্রসঙ্গে বলেছেন, ' আলাদা করে কখনও এই গানটির সঙ্গীতায়োজন করা হয়নি। ফলে মানুষের মনে থেকে গিয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukhopadhyay) গাওয়া গানটি। সেই জন্যই নতুন করে বিষয়টা তৈরি করেছি।'

{ads}

News Breaking News Tollywood Shovan Ganguly Singer Pratul Mukhopadhyay সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article