header banner

আর কিছুদিন পরেই উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের জন্য নো এন্ট্রি

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ উত্তরবঙ্গের জঙ্গল ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। কিন্তু বর্ষাকালে বন্ধ থাকে উত্তর বঙ্গের জঙ্গল । তাই আর কয়েকদিন পরেই পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাবে এই জঙ্গলের পর্যটনের পথ।

{link}

জানা যায়, ১৫ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাস বন্ধ থাকে উত্তরবঙ্গের জঙ্গল এলাকা। সাধারণত এই সময় পশুদের প্রজননের সময়। সেই কারণে জঙ্গলের ভিতরে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে। আর সপ্তাহ খানেক পরেই বন্ধ হয়ে যাবে জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা, নেওড়া ভ্যালি সহ অন্যান্য জঙ্গল গুলি। তাই জঙ্গল প্রেমীদের হাতে সময় খুব অল্প। উত্তরবঙ্গের জঙ্গল গুলির মধ্যে উল্লেখযোগ্য নেওড়া ভ্যালি। মূলত এখানকার নির্জনতাই পর্যটকদের কাছে বেশী আকর্ষণীয়। জঙ্গলের এই নির্জনতা অনুভব করতেই দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে থাকেন।

{link}

সারি সারি লম্বা গাছ দিয়ে ঘেরা রয়েছে জঙ্গল। এছাড়াও নেওরা ভ্যালিতে রয়েছে অপরূপ সুন্দর নেওরা নদী। তবে সৌভাগ্য থাকলে দর্শন মিলতে পারে জীবজন্তুর। এছাড়াও ক্যাম্পের কাছে যাতে জীবজন্তু যেতে না পারে সেই জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে জঙ্গল প্রেমীদের কাছে উত্তরবঙ্গের জঙ্গলের পরিবেশ বেশ মনোরম। তাই বর্ষার আগে ঘুরে আসাই যায় উত্তরবঙ্গের প্রকৃতির কোলে। 

{ads} 
 

News Travel junge travel in North Bengal is quite attractive to thirsty tourists During the monsoon season the jungles of North Bengal are closed Jaldapara Gorumara West Bengal India উত্

Last Updated :