header banner

Bobby Deol : খলনায়কের চরিত্রে অভিনয় আর না

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকটা ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করে এখন ববি দেওয়াল বেশ খ্যাত। কিন্তু এতে ওর নায়ক ইমেজে আঘাত লাগছে। এবার তাই সিদ্ধান্ত পরিবর্তন। লাভ হোস্টেল থেকে রেস থ্রি, আশ্রম থেকে অ্যানিমেল, বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল (Bobby Deol)। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরনো নায়ককে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান? কী বললেন অভিনেতা?

{link}


সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ববি বলেন, আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা আমি নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রত্যেকটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত। অ্যানিমেল (Animal) খ্যাত ববি বলেন, আমি বিগত বেশ কয়েক বছরে যে চরিত্রে অভিনয় করেছি, সেগুলির সবকটি আমার কম্ফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার ভীষণ লজ্জাবোধ হতো, মনে হত মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছিল, তবে সবশেষে যখন সকলে আমার চরিত্রটিকে ভীষণ পছন্দ করেন, তখন সেই অনুভূতি ব্যাখা করার মতো ছিল না।

{link}

বরসাত অভিনেতা বলেন, আমায় ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে আমার অভিনয়ের এটা ঠিক, কিন্তু এবার মনে হচ্ছে আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। আমি এবার খলনায়কের (villain) চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। লর্ড ববি আরও বলেন, আমি এখন এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা আমার প্রধান উদ্দেশ্য নয়। যে চরিত্রেই আমি অভিনয় করব সেই চরিত্রটি যেন মানুষের ভালো লাগে সেটাই আমার প্রধান উদ্দেশ্য।

{ads}

News Breaking News villain Bobby Deol Bollywood সংবাদ

Last Updated :