header banner

Viral Video : দিদি নম্বর ১ এর একটাও সাজেশন মেলেনি পরীক্ষায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চারিদিকে তৎপরতা। শেষ মুহূর্তে একটা সাজেশনের জন্য অনেকেই খোঁজাখুজি করছে। আর সেই সময় ডাহা ফেল দিদি নম্বর ১ (Didi No.1)। বোর্ডের পরীক্ষা শুরুর আগে ঘটা করে জি বাংলার দিদি নম্বর ১ অনুষ্ঠান থেকে সাজেশন দেওয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের জন্য। কিন্তু প্রশ্ন আসতেই দেখা গেল, একটাও নাকি মেলেনি।

{link}

যা নিয়ে বেশ বিরক্ত একাংশ। একটি ভিডিয়ো খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে দুই উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার্থী অভিযোগের সুরে বলছেন, ‘দিদি নম্বর ১-এ বলল বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমভের চরিত্র। খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো… কিচ্ছু আসেনি!’ এই ভিডিয়ো দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়াতে (Social Media)। অনেকেই মনে করছেন, এই ধরনের সাজেশন দেওয়া অন্যায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর মন্তব্য করা হয়েছে।

{link}

একজন মন্তব্য করলেন, ‘দিদি নম্বর ১-এর সাজেশন দেখে পরীক্ষা দিতে গেছে। ওকে বাঁধিয়ে রাখো কেউ’। আরেকজন লেখেন, ‘হাসতে হাসতে পেট ব্যথা করছে। বেচারা দিদি নম্বর ১ দেখে পরীক্ষা দিতে গেছে।’ আরেকজন লেখেন, ‘ও বাবা! এই ছেলেটাও নাকি দিদি নম্বর ১ দেখে।’ তৃতীয়জন লিখলেন, ‘বেচারা রচনার জন্য ফেল করে যাবে।’ চতুর্থজন লিখলেন, ‘ভাই উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে তোদের বাড়ির লোক টিভি দেখতে দেয়? আমাদের তো পরীক্ষার আগে টিভি খুললেই… থাক আর বললাম না।’ পঞ্চমজন লেখেন, ‘দিদি নম্বর ১ দেখে কেউ আর পরীক্ষা দিতে যেও না’।

{ads}

News Breaking News Didi No.1 HS Exam Viral Video suggestion সংবাদ

Last Updated :