শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গতানুগতিক জায়গা ছেড়ে একটু নতুন জায়গার স্বাদ নেবার জন্য আমাদের এবারের নতুন ডেস্টিনেশন উত্তর কশীকে কেন্দ্র করে দু'টি অফবিট ভ্রমণের জায়গা। দেবভূমি কশী - উত্তর কাশীর বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্র ভূমি। এখানকার প্রধান আকর্ষণ বিশ্বনাথ মন্দির। মহাদেবের এই মন্দিরে একবার দর্শন করলেই বুঝতে পারবেন এর মাহাত্ম্য কোথায়! ভাগিরথীর তীরে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য গল্পগাঁথা। দূর-দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালার জন্য। স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকদের একটা বড় অংশের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। মন থেকে কিছু চাইলে মহাদেব তাঁর ভক্তকে খালি হাতে ফেরান না। এই কাশী দর্শনের পরে কশীতে অবস্থান করেই ঘুরে নিন দু'টি অপূর্ব অফবিট বেড়ানোর জায়গা।
{link}
১) বারসু গ্রাম (Barsu Village) - শহরের ব্যস্ততা পরিত্যাগ করে যদি মন নির্জনতা চায়,তাহলে উত্তর কাশীর অদূরেই আছে এই বারসু গ্রাম। ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই গ্রামে যেমন রয়েছে রহস্য-রোমাঞ্চ, তেমনই রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। যদি মনে করেন ওই গ্রামের রাত কাটাবেন,তার ব্যবস্থাও আছে। সামান্য কয়েকটি হোমস্টে রয়েছে এই গ্রামে। তবে আতিথেয়তার কোনও খামতি নেই। এইসব হোমস্টের জন্য অনলাইনেই বুকিং করতে পারবেন। পাকা সড়কপথ ধরেই পৌঁছন যায় গ্রামে।
{link}
২) মানেরি ড্যাম (Maneri Dam) - উত্তর কাশীর অদুরেই আছে একটি বড়ো বাঁধ - যার নাম মানেরি ড্যাম। উত্তরকাশী ড্যামের জল একটি বড় টানেলে এসে পড়ে। সেখানে রয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এই পাওয়ার স্টেশন Maneri Bhali Hydroelectric Project- এর অংশ। ১৯৬০ সালে তৈরি হয়েছিল এই প্রকল্প। এরপর ১৯৮৪ সালে বাঁধ নির্মিত হয়। এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ নৈসর্গিক বললেও অনুচিত হবে না। তাই দু'তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই অফবিট বেড়ানোর জায়গায়।
{ads}