header banner

Maha Shivratri : ভোলেবাবাকে উৎসর্গ করুন কিছু বিশেষ দ্রব্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আগামী ২৬ তারিখ মহা শিবরাত্রি। হিন্দু ধর্মে এই শিব রাত্রির মূল্য অনেক। এই তিথিকে খুবই পবিত্র তিথি বলেই মানা হয়। মহা শিবরাত্রির (Maha Shivratri) দিন আপনি যদি ভোলেবাবাকে এই ভোগগুলি নিবেদন করেন, তাহলে কিন্তু ভগবান শিব খুব খুশি হবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। আর্থিক সঙ্কট কেটে যাবে। জীবনে এগিয়ে যেতে পারবেন। কী কী নিবেদন করবেন আপনি।

* ক্ষীর
ভগবান শিব সাদা রঙ খুব পছন্দ করেন। তাই তাকে সাবুদানা বা মাখানা ক্ষীর দিতে পারেন। এটি করলে মহাদেব সন্তুষ্ট হবেন। এতে কিন্তু অবশ্যই ড্রাই ফুটস দেবেন। যা খেতেও কিন্তু সুস্বাদু হয়।

{link}

 

* ঠান্ডাই
মহাদেব ঠান্ডাই খেতে খুব পছন্দ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে, সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব বিষ পান করেছিলেন, তার দেহে আগুনের মতো জ্বলতে শুরু করে, তাকে শান্ত করবার জন্য দেবতারা তাকে ঠান্ডাই নিবেদন করেছিলেন। তারপর থেকেই মহা শিবরাত্রিতে মহাদেবকে ঠান্ডাই নিবেদন করা হয়।

* সাজি 
আপনি কিন্তু শিব ঠাকুরকে সুজি দিতে পারেন, আবার হালুয়া তৈরি করে দিতে পারেন। এটি শিব ঠাকুরের খুব পছন্দের একটি খাবার। এটি ভোগ হিসেবে দিয়ে আপনিও কিন্তু উপোস শেষ করে এটি খেতে পারেন।

{link}

 

* খোয়া বরফি
ভগবান শিব যেহেতু সাদা জিনিস খুব পছন্দ করেন। তাই তাকে খোয়া ক্ষীর দিয়ে বরফি নিবেদন করতে পারেন। এতে মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন আপনি। পঞ্চামৃত ভগবান শিবের পুজো করার সময় পঞ্চামৃত দেওয়া খুব বিশেষ বলে মনে করা হয়। যেমন- দুই, দুধ, ঘি, মধু, চিনি দেওয়া উচিত। 

* গাঁজা ও ধাতুরা ফুল
শিবরাত্রির দিন ভোলেবাবার পুজো করার সময় অবশ্যই গাঁজা ও ধুতরা ফুল নিবেদন করবেন। তাছাড়া ও তাকে বেল পাতা দিতে পারেন। এতে শিব ঠাকুর খুব খুশি হবেন।

{ads}

News Breaking News Maha Shivratri Festival সংবাদ

Last Updated :