header banner

Kali Puja : লাল জবার সঙ্গে মাকালীকে নিবেদন করুন আরও দুটি ফুল

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীপাবলি ( Diwali 2024) উৎসব আসন্ন। মন্দিরে মন্দিরে এখন চলেছে পুজোর চূড়ান্ত প্রস্তুতি। ভক্তপ্রাণ বাঙালি দেবি মাকালীকে অর্ঘ্য নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছেন। ভারতীয় ধর্ম বলছে, মাকালীকে সন্তুষ্ট করার জন্য লাল জবা অপরিহার্য। কিন্তু তার সঙ্গে নিবেদন করা উচিত আরও দুটি ফুল। কার্তিক মাসের অমাবস্যায় পূজিত হবেন দেবী শ্যামা ৷ তন্ত্র ও শক্তিসাধকদের কাছে এই তিথি তথা পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

{link}

তান্ত্রিকেরা বলছেন, রক্তজবা ছাড়াও আরও কিছু ফুল অর্পণ করা যায় দেবী কালির পায়ে ৷ সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল ৷ কিছু কালীমন্দিরেও ভক্তরা জবাফুলের পাশাপাশি অর্পণ করেন পদ্মফুল ৷ ঘোর কৃষ্ণবর্ণা দেবীর পুজোয় অর্ঘ্য নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলও ৷ আসল কথা পুজোর দিন পদ্ম বা অপরাজিতা যে ফুল আপনি পাবেন তা নিবেদন করুন। প্রয়োজনে আপনি যার থেকে ফুল কেনেন তাকে বলে রাখুন আগের থেকেই।

{link}

সবচেয়ে ভালো হয় যদি আপনার নিজের হাতে লাগানো পদ্ম বা নীল অপরাজিতা দিয়ে দেবীর অর্ঘ্য সাজান। শুধুই ওই দুটি ফুলে সীমাবদ্ধ থাকবেন না। তন্ত্রমতে যদি ওই ফুল না পান তাহলে জবাফুলের পাশাপাশি দেবীকে পরানো হয় গাঁদা এবং রজনীগন্ধার মালাও ৷ তাঁর পুজোয় নিবেদন করা হয় দোপাটিফুলও ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেবী কালীর পদতলে শায়িত থাকেন মহাদেব৷ তাই কালীপুজোয় বেলপাতা, আকন্দ বা ধুতরো ফুলও রাখা হয়। অনেকে হলুদ কল্কে এবং চাঁপাফুলও দেন মহাদেবের প্রিয় বলে৷ তান্ত্রিকেরা বলেন, যে ফুলই দিন না কেন, চেষ্টা করবেন সঙ্গে রক্তজবা রাখতে।

{ads}

News Breaking News Kali Puja Diwali 2024 সংবাদ

Last Updated :