header banner

Kaffergaon : কালিম্পং থেকে মাত্র ৪৫ কিলোমিটার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কোথায় যাবেন পরিবার নিয়ে? একদিন না ভেবে চলুন ঘুরে আসি পাহাড়ের এক অফবিট গ্রামে। ছোট্ট এই পাহাড়ি গ্রামের সব সময় লেগে থাকে মেঘেদের আনাগোনা। কাফেরগাঁও বাঙালির অল্প সময়ের মধ্যে সাধপুরণ করতে পারবে তাও স্বল্প খরচে। কালিংপংএর লাভা, লেলেগাঁও এক ছুটে ঘুরে আসতে পারেন এই কাফেরগাঁও (Kaffergaon) থেকে। এই গ্রামের উচ্চতা প্রায় ৫২০০ ফুট। এই ছোট পাহাড়ি গ্রামে ১৫০ থেকে ২০০ মানুষের বাস। এখানে গেলে আপনি কোলাহল, দূষণের চিহ্ন মাত্র পাবেন না।

{link}

এই গ্রামে আসলেই আপনি পাবেন অপার শান্তি। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) সুন্দর দৃশ্য এবং মুক্ত বাতাস প্রাণভরে উপভোগ করতে পারবেন এখানে গেলে। পুজোর সময় বৃষ্টি না হলে তুষারাবৃত শৃঙ্গ দেখার সুযোগ রয়েছে কাফের থেকে। সে এক অন্যরকম অনুভূতি। 'কাফের' একটি লেপচা শব্দ। এর মানে এক ধরনের ফুল। এই গ্রামে আপনি পাবেন অজস্র ফুলের সন্ধান। গ্রামে বাস করেন লেপচারা। জনসংখ্যা কম হওয়ায় খুব বেশি বাড়িঘর নেই। আর পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এই পাহাড়ি গ্রাম। যারা অল্পদিনের ছুটি কাটাতে চান তাদের পক্ষে কাফেরগাঁও  উপযুক্ত স্থান। কালিম্পংয়ের লোলেগাঁও থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত কাফেরগাঁও।

{link}

আর কালিম্পং (Kalimpong) শহর থেকে কাফেরের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। যদি আপনি এখানে ঘুরতে যান তাহলে আশেপাশে ঘুরতে যাওয়ার দরকার নেই। হোমস্টের ঘরে বা বারান্দায় বসেই উপভোগ করুন প্রকৃতিকে। যদি আপনি পুজোর ছুটিতে লাভা-লোলেগাঁও কিংবা রিশপ বেড়াতে যান তাহলে অবশ্যই ঘুরে আসবেন কাফেরগাঁও থেকে। এই জায়গার কাছে রয়েছে ঝান্ডিদাঁড়া। যেখান থেকে দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়। কাফেরগাঁও থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে চারখোল। যাওয়া ও থাকা - নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কালিম্পং, লাভা হয়ে আসা যায় কাফের। মাত্র ১২৫ কিলোমিটার হল এর দূরত্ব। আপনি চাইলে বাগডোগরা বিমানবন্দর থেকেও গাড়ি পেয়ে যাবেন। আর থাকার জন্য রয়েছে একেবারে ঘরোয়া পরিবেশের হোমস্টে।

{ads}

News Breaking News Travelling Kalimpong West Bengal Kaffergaon সংবাদ

Last Updated :