header banner

Dhadak 2 : জাতের নামে ভালোবাসার উপর অত্যাচার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সমাজ যতই এগিয়ে যাক না কেন, এখনও কিছু জিনিস এমনও আছে যা থেকে বেরোতে পারেননি মানুষ। এর মধ্যে অন্যতম হলো জাতপাতের ভেদাভেদ। শুধু বন্ধুত্ব নয়, প্রেমের ক্ষেত্রেও অন্য জাতের ছেলে অথবা মেয়েকে সহজে গ্রহণ করতে পারে না পরিবার, ফলে হয় প্রেমের নির্মম করুণ পরিণতি। তেমনই একটি নিদারুণ কষ্টের কাহিনী আপনি দেখতে পাবেন ‘ধড়ক ২’ (Dhadak 2) ট্রেলারে।

{link}

২০১৮ সালের শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর (Ishaan Khatter) এবং শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুরকে (Janhvi Kapoor) নিয়ে তৈরি হয়েছিল ‘ধড়ক’, যেখানে প্রেমের এক নির্মম পরিণতি দেখে চোখের জল ভাসিয়েছিল দর্শক। এবার আবার জাতপাতের যাঁতাকলে নিরীহ প্রেমকে বলি হতে দেখবেন দর্শকরা। তৃপ্তি দিমরি (Tripti Dimri) এবং সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) অভিনীত ‘ধড়ক ২’ ট্রেলার দেখে ইতিমধ্যেই মন খারাপ ভক্তদের। ট্রেলারে দেখানো হয়েছে, বর্তমান প্রজন্মের দুই ছেলে মেয়ে হলেন তৃপ্তি এবং সিদ্ধান্ত। বড়লোক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তৃপ্তি আচমকাই প্রেমে পড়ে যান মধ্যবিত্ত পরিবারের ছেলে সিদ্ধান্তের।

{link}

কিন্তু তারপরেই দেখানো হয় দলিত শ্রেণীর উপর অত্যাচার, অন্য জাতের মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে নির্মম অত্যাচারের শিকার হওয়া। ট্রেলারের শেষে দেখা যায়, এক পিতা নিজের মেয়েকে ছোট থেকেই শিক্ষা দেন, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা জায়গা থাকে। এই জায়গা স্থানান্তরিত হলেই সমস্যা শুরু হয়ে যায়। তারপরেই দেখতে পাওয়া যায় সিদ্ধান্তকে বেঁধে রাখা হয়েছে লোহার শিকল দিয়ে। রেললাইনের ট্র্যাকে শুয়ে রয়েছে সে।

{ads}

News Breaking News Dhadak 2 Bollywood Siddhant Chaturvedi Tripti Dimri সংবাদ

Last Updated :