header banner

A. R. Rahman : অসুস্থতা কাটিয়ে বাড়ি এলেন অস্কারজয়ী সুরকার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A. R. Rahman) অসুস্থ। রবিবার সকালেই তিনি বুকে যন্ত্রনা অনুভব করেন।  ব্যথা বাড়লে তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি হসপিটালে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। চলছিল একাধিক পরীক্ষা। বর্তমানে তিনি এখন ভাল আছেন। 

{link}

এ আর রহমানের ছেলে এ আর আমিন সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, চেন্নাইয়ের হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বাবাকে। রবিবার সকালে ঘুম থেকে ওঠার পরই অসুস্থ বোধ করেন রহমান। হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়। অবস্থার অবনতি হলে, সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন বলেই জানা গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

{link}

প্রসঙ্গত, বিশিষ্ট মিউজিক কম্পোজার এআর রহমান সম্প্রতিই খবরের শিরোনামে এসেছিলেন বিবাহ বিচ্ছেদের ঘোষণার কারণে। প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। ১৯৯৫ সালে শায়রাকে বিয়ে করেছিলেন এআর রহমান। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে দম্পতি যৌথ বিবৃতিতে তাদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে বিচ্ছেদের পরও স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাঁর।

{ads}

News A. R. Rahman Breaking News Bollywood Singer সংবাদ

Last Updated :