header banner

বাকরুদ্ধ কণ্ঠ…।।

article banner

সৌভিক চোঙদার 
ছিলেন ,  আছেন , থাকবেন , স্মৃতিতে আর হৃদয়ে ,
 হ্যাঁ আজ থেকে তিনি স্মৃতিতে , কারণ আর দেখা যাবে না তাকে 'হটাৎ দেখা' কবিতায়  প্রাণ সৃষ্টি করতে , তাঁকে দেখা যাবে না অলীক সুখে প্রতিজ্ঞা বদ্ধ শ্লোক বাক্য পাঠ করতে , কিন্তু তিনি থাকবেন কারণ তার টেলিপ্যাথির জোর ভুল পথে বয়ে যাওয়া বাংলা সিনেমাকে দেখাবে এগিয়ে যাওয়ার সঠিক পথ তিনি থাকবেন তার শিল্পী সত্তা নিয়ে…… 
স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রের হাত ধরলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃনাল সেনের মতো সৃষ্টি রূপকাররা।
সেই সৃষ্টি রূপকারদের তুলির টানের মধ্যমণি ছিলেন সৌমিত্র চ্যাটার্জী।
অপুর সংসার ভেঙে গেল আজ , কিন্তু সেই সংসারের হাত ধরে ভারতবর্ষ তাঁর ভবিষ্যৎ দেখবে, এক যুগের অবসানে শুরু আরও এক নতুন যুগের…।
কখনো ফেলুদা, কখনো মাস্টারমশাই, কখনো ক্ষীদ্দা  ভারতীয় চলচ্চিত্র পৌঁছেছে বিশ্বের দরবারে তাঁর হাত ধরে আর বাংলা সিনেমা দেখেছে গগনে নক্ষত্র রূপে তাঁর প্রতিষ্ঠা।
নব্বইয়ের দশক অবধি বাংলা সিনেমা পৌছাল এক সতেজ আলোর দরজায়, সেই আলোর দরজায় জোৎস্না ছড়িয়ে দিলেন তিনি বেলাশেষে, পোস্ত, বসু পরিবারের মাধ্যমে... বিচ্ছেদ চাই বলে এমন অভিমান মাত্র পঁচাশিতেই চলে গেলেন স্বপ্নের দেশে... আজ আর তাঁর বন্ধুকে দেখে তাঁর আর হিংসে হবে না………।

আজ তিনি খুব খুশি……। 

চিত্র সৌজন্যে - ফেসবুক

শেফিল্ড টাইমসের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি………{ads}
 

Passed Soumitra Chatterjee Cinema Bengali cinema Indian Cinema Satyajit Ray

Last Updated :