header banner

Astrology : পূর্বপুরুষের অশান্ত আত্মার প্রভাবেই পিতৃদোষ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হিন্দুশাস্ত্র (Hinduism) মতে, পিতৃদোষ এমন এক বিশেষ দোষ যা জন্মকুণ্ডলীতে দেখা দিলে জীবনে নানা বাধা, অশান্তি ও অগ্রগতিতে বিঘ্ন ঘটে। এ ছাড়া পিতৃদোষকে পূর্বপুরুষদের অশান্ত আত্মা বা অসম্পূর্ণ কাজের প্রভাব হিসেবে ধরা হয়। তবে সঠিক আচার-অনুষ্ঠান এবং দানের মাধ্যমে পিতৃদোষ কাটানো সম্ভব। তবে পিতৃদোষ শুধু পূর্বজন্মেরই হবে, তার কোনও মানে নেই। পিতৃদোষ মানে পূর্বপুরুষদের পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে। 

{link}

পিতৃদোষ কী? জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে – কুণ্ডলীতে সূর্য, চন্দ্র, রাহু, কেতু বা শনি গ্রহের বিশেষ অবস্থান থেকে পিতৃদোষের সৃষ্টি হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পূর্বপুরুষের অশান্ত আত্মা বা তাঁদের অসম্পূর্ণ কর্মের ফল ভোগ করতে হয় বংশধরদের। এর লক্ষণ – জীবনে বারবার বাধা, অশুভ স্বপ্ন, পরিবারে অকালমৃত্যু, দাম্পত্য সমস্যা, সন্তান লাভে দেরি ইত্যাদি।

{link}

পিতৃদোষ কাটাতে কী করণীয়? পিতৃতর্পণ ও শ্রাদ্ধ – নিয়ম মেনে জল, তিল, কুসুম দিয়ে পিণ্ড দান করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ – মানসিক শান্তি দেয় ও পিতৃদোষমোচনে কার্যকর। পিতৃপুরুষের স্মরণ – তাঁদের নামে দান, সৎকর্ম ও ভোজন করানো শুভ। পিতৃপক্ষে কোন কোন দান করলে শুভ ফল মেলে?অন্নদান – ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিদের ভাত, ডাল, সবজি খাওয়ালে শুভ ফল মেলে। বস্ত্রদান – নতুন বা পরিষ্কার পোশাক দান করলে পুণ্যলাভ হয়। তিল ও জল দান – আত্মার শান্তি ও ঋণমোচনে বিশেষভাবে কার্যকর।

{ads}

 

News Breaking News Astrology সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article