header banner

Bollywood: প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী! শোকের ছায়া বিনোদন জগতে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল: বুধবার একের পর এক দুঃসংবাদ বলিউডে! পঙ্কজ ধীরের পর এবার বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মধুমতীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ হিন্দি সিনেদুনিয়া। ধর্মেন্দ্র, দিলীপ কুমার থেকে জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে একাধিক তাবড় সিনেমায় অভিনয় করেছেন একসময়ে। অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যশৈলীতেও মুগ্ধ হয়েছে দর্শককুল। ১৫ অক্টোবর, বুধবার সেই প্রবীণ নায়িকার মৃত্যুসংবাদ আছড়ে পড়তেই বলিউডে শোকের ছায়া। বলিউড মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মধুমতী। বুধবার বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭।

{link}

এদিন বিকেলে ওশিওয়ারা শ্মশানে মধুমতীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। ‘আঁখে’, ‘মুঝে জিনে দো’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন মধুমতী। নৃত্যশৈলীতে পারদর্শী অভিনেত্রীকে প্রায়শই হেলেনের সঙ্গে তুলনা করা হত। শৈশব থেকেই নাচের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরির মতো নৃত্যশৈলীর প্রশিক্ষণও নিয়েছিলেন। উল্লেখ্য, বলিউডের বর্তমান প্রজন্মের অনেকেই মধুমতীর নৃত্যশৈলীতে অনুপ্রাণিত হয়েছেন। নাচও শিখেছেন তাঁর কাছে। সেই তালিকায় রয়েছে অক্ষয় কুমারের নামও। তার জন্য গভীর ভাবে শোক বার্তা দিয়েছেন তার বন্ধু দারা সিং।

{ads}

Bollywood News Actress Madhumati Death Madhumati death news Death news Actress সংবাদ মধুমতী বলিউড আপডেট বিনোদন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article