শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সিঙ্গাপুরের (Singapore) একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করছেন জনপ্রিয় এই গায়ক। প্রয়াণকালে বয়স হয়েছিল ৫২ বছর। অত্যন্ত কম বয়সেই নিজের অনুরাগীদের থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে।
{link}
সূত্রের খবর, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠানের আগেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে সিঙ্গাপুরে নিজের অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভিং (Scuba diving) করতে যান জুবিন। স্কুবা ডাইভিং করার সময় হঠাৎই বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে তাকে ভাসতে দেখা যায়। তাকে সেই অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করেন পুলিশকর্মীরা। অবস্থা বেগতিক বুঝে পরবর্তী সময়ে তাঁকে ভর্তি করা হয় সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় গায়ক।
{link}
তাঁর অকাল মৃত্যুতে ভক্ত মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন তিনি। নিজের কন্ঠের মাধ্যমে জয় করে নিয়েছিলেন বিপুল সংখ্যার সঙ্গীতপ্রেমীদের হৃদয়। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে উঠে আসার পর অনুরাগীদের পাশাপাশি একাধিক জনপ্রিয় শিল্পী শোকপ্রকাশ করেছেন।
{link}
প্রসঙ্গত, জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) সঙ্গে জুটি বেঁধে তিনি ‘মন মানে না’, ‘পিয়া রে’ –এর মতো জনপ্রিয় গান সৃষ্টি করেছেন। বলিউডের সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গ্যাংস্টার (Gangster) ছবিতে তাঁর গাওয়া গান ‘ইয়া আলি’ হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। এছাড়াও ‘কৃশ 3’ এর ‘দিল তু হি বাতা’, ‘পেয়ার কে সাইড এফেক্ট’ তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। তাঁর প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতের জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
{ads}