header banner

Tollywood: বড়দিনেই আসছে 'প্রজাপতি ২'! আনন্দের জোয়ার মিঠুন ও দেবভক্তদের মধ্যে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমা আবার ফিরে পেয়েছে তাদের দর্শককে। স্বাভাবিক কারণেই খুশি পরিচালক, প্রযোজক ও অভিনেতারা। এখন খুবই ভালো মার্কেটিং করছে বাংলা সিনেমা। প্রসঙ্গত, 'প্রজাপতি ২' আসছে এবছরের বড়দিনে। ছবির টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। গান ইতিমধ্যেই দারুণ হিট। 'টনিক', 'প্রজাপতি'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। এই ছবিতে দেব, মিঠুন ছাড়াও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার 'কিশোরী'- ইধিকা পালকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীয়ের মতো শিল্পীদের। মানে - অভিমানে, সম্পর্কের টানে, তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে 'প্রজাপতি ২'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।  

{link}

  আপাতত 'প্রজাপতি ২'-র লুকে রয়েছেন টলিউডের রাজার রাজা। জোর কদমে চলছে প্রচার। এই ছবিতে ফের বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। ২০২২-র ডিসেম্বর মাসে, বড়দিনের আগে মুক্তি পেয়েছিল মিঠুন ও দেবের 'প্রজাপতি'। এই ছবি দীর্ঘদিন শিরোনামে ছিল, মূলত দুটি কারণে। প্রথমটি, ছবির বিপুল বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়টি, দুই অভিনেতাকে নিয়ে বিতর্ক। বিনোদনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রং নিয়ে কটাক্ষ এবং আলোচনা শুরু হয় ছবিকে নিয়ে। যদিও নিন্দুকদের কথায় পাত্তা দেয়নি টিম 'প্রজাপতি'। এখন দেখার এই প্রজাপতি ২ কতটা বক্স অফিসে সাফল্য পায়।

{ads}

Dev Mithun Bengali Movie Tollywood News Dev New Movie Dev Next Movie Mithun Chakraborty Movies সংবাদ সিনেমা প্রজাপতি ২ রিলিজ প্রজাপতি ২

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article