header banner

Prosenjit Chatterjee: ঋত্বিক জেঠুর কোলে চাপার অভিজ্ঞতা আমার হয়েছিল! জানালেন অভিনেতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফিল্ম ফেস্টিভেল চলছে। রবিবার হঠাৎ করে রবীন্দ্রসদনে উপস্থিত প্রসেনজিৎ। তারপর তিনি ফিরে গেলেন বহু আগের স্মৃতিতে। তিনি বললেন,একত্রিশ বছর ধরে এই ফিল্ম ফেস্টিভালের সঙ্গে আমার সম্পর্ক। একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম। নন্দন, রবীন্দ্রসদনে মাটিতে বসেই ছবি দেখতাম বেশিরভাগ সময়। ছোটবেলায় রেবতিজি, কমল হাসনের মতো ব্যক্তিত্বদের দেখেছি উৎসবে। ব্যাজ লাগিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম। ফেস্টিভালে ছবির দেখার মজাই আলাদা। আমাদের বেড়ে ওঠার সময়ে ছবি দেখার এত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল না।’

{link}

প্রসঙ্গত, এরপরে তিনি আরো বলেন,‘এখন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল বললেও বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিগুলো যেভাবে আনা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালোলাগার জায়গা। গৌতমদা যতদিন আছেন তিনিই আমাদের চেয়ারম্যান। তিন থেকে পাঁচ বছর লাগে একজন চেয়ারম্যানের যোগাযোগ তৈরি হতে। একটা ফেস্টিভাল শেষ হলেই পরের বছরের প্রস্তুতি শুরু হয়ে যায়, নয়তো এই দশ দিনের মহাযজ্ঞ সম্ভব নয়। আমি এখানে একজন দর্শক। যদি মনে হয় এককোণে দাঁড়িয়ে ছবি দেখতে পারব, সেইভাবেই দেখব।’ এর পরেই ঋত্মিক ঘটকের স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন,আমার সৌভাগ্য হয়েছে তাঁর কোলে চাপার। আমাদের বম্বের বাড়িতে বাবা নিয়ে গিয়েছিলেন ঋত্বিক জেঠুকে। তখন আমার ছয়-সাত বছর বয়স। অসামান্য একটি কাজ করেছিলেন বাবা। এ জন্য তাঁকে ধন্যবাদ। ‘রক্তাক্ত বাংলা’ বলে একটা তথ্যচিত্রের উদে্যাগ নিয়েছিলেন। যেখানে নার্গিসজি মাদার ইন্ডিয়া করেছিলেন, বাবা সোলজার বা আর্মি করেছিলেন।”

{ads}

KIFF 2025 Kolkata International Film Festival Ritwik Ghatak Movies Bengali Movies Film Festival Tollywood সংবাদ সিনেমা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article