header banner

Prosenjit Chatterjee : বাংলা ভাষা বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুম্বইয়ে চলছিল মালিক (Malik) ছবির প্রেস কনফারেন্স ৷ সেখানে এক সাংবাদিক বাংলায় প্রশ্ন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) ৷ তখন তিনি বলেন যে এখানে বাংলায় প্রশ্ন করার কী প্রয়োজন? ব্যাস, এই থেকে শুরু বিতর্ক ৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভয়ঙ্কর ট্রোলের মুখে পড়েন বুম্বাদা ৷ অবশেষে মুখ খুললেন তিনি ৷

{link}

নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলিতে একটি পোস্ট করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ দীর্ঘ এই পোস্টে তিনি ক্ষমা চেয়ে নেন এবং দুঃখ প্রকাশ করেছেন এভাবে তাঁর কথার ভুল ব্যাখ্যা করা নিয়ে ৷ দীর্ঘ ৪২ বছর তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ৷ বাংলা ভাষাকে তিনি সবসময় শ্রদ্ধা করেন, সেটা বারবার উল্লেখ করেছেন এই পোস্টে ৷ অভিনেতা দাবি করেছেন যে মুম্বইয়ে হিন্দি ছবির প্রমোশনে উপস্থিত মালিক ছবির কলাকুশলীরা প্রথম থেকে ইংরেজিতে কথা বলছিলেন ৷

{link}

যেহেতু এই ছবিটি হিন্দিতে এবং গোটা দেশের দর্শকদের জন্য তৈরি, তাই এর জন্য প্রশ্নের উত্তরে হিন্দি বা ইংরেজি ভাষাতে কথা বলতে চেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তিনি কোনও ভাবে বাংলা ভাষাকে ছোট করতে চাননি, এভাবেই আত্মপক্ষ সমর্থনে পোস্ট করেন অভিনেতা ৷

{ads}

New Breaking News Malik Bollywood Prosenjit Chatterjee controversy সংবাদ

Last Updated :