header banner

Joto Kando Kolkatatei : সময় সংকটে থমকে গেল পুজোর রিলিজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এই মুহূর্তে বাংলা সিনেমার জগতে একটা অন্যতম মুখ। প্রযোজক ও পরিচকলকেরা এখনও আবীরকে যথেষ্ট সমঝে চলেন। এবার আবার সেই সমস্যা সামনে আসলো। ‘যত কান্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei) ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রযোজকের।

{link}

গত বছর পুজোয়  রিলিজ হওয়ার ভাবনা ছিল। প্রযোজকের দাবি, আবীরের অনুরোধে পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। এবার পুজোতে ছবি রিলিজের ইচ্ছা প্রকাশ প্রযোজকের। এবারেও নাকি আপত্তি আবীরের। অন্য প্রযোজনার ছবি রিলিজ হবে তাই সময় দিতে পারবেন না আবীর। এবার ছবি রিলিজ করতেই বদ্ধপরিকর প্রযোজক। লগ্নি করা টাকা নিয়ে বিপাকে পড়েছেন প্রযোজক ফিরদৌসুল হাসান ।

{link}

প্রযোজক ও পরিচালক অনিক দত্ত একযোগে সাংবাদিক সম্মেলন করেছেন। যদিও এ বিষয়ে আবীরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৩ সালে নভেম্বর মাসে শুরু হয় ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির শ্যুটিং। ২০২৪-এর পুজোয় রিলিজ করার ভাবনা থাকলেও আবীর চট্টোপাধ্যায়ের অনুরোধে পিছিয়ে যায়। ২০২৫-এর দুর্গাপুজোতে ছবি মুক্তির কথা।

{ads}

 

News Breaking News Abir Chatterjee Tollywood Joto Kando Kolkatatei সংবাদ

Last Updated :

Related Article

Latest Article