header banner

Gobardhanpur Beach : কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভিড় থেকে দূরে একাকি সময় কাটাতে চান। তাহলে আপনি চলে আসুন ঘুরে আসুন পাথরপ্রতিমার জি প্লটের ভার্জিন সি বিচ। যেটি লোকমুখে গোবর্ধনপুর সমুদ্র সৈকত (Gobardhanpur Beach)। সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। বুড়োবুড়ির তটের কিছুটা দূরে গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া। ২০০০ সালের পর থেকে সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা হতে থাকে এই পাথরপ্রতিমা ব্লকের জি প্লটের এই বেলাভূমিতে। চারিদিকে রয়েছে ঝাউবনের জঙ্গল।

{link}

একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে। আর ফিরে আসতে চাইবেন না। এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের। সমুদ্র সৈকতের বড়ো বড়ো ঢেউ। আর এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈসর্গিক ক্ষেত্রে।

{link}

যাওয়া - এই দ্বীপে পৌছাতে হল আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে বাসে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে জলপথে জি প্লটের চাঁদমারি ঘাট। চাঁদমারি ঘাট থেকে সোজা গোবর্ধনপুর সি বিচ। এই সমুদ্র সৈকতে আসতে গেলে আপনাকে হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে। নদীপথে অনেকটাই সময় অতিবাহিত করতে হয় এই সমুদ্র সৈকতে পৌঁছাতে হলে।

{ads}

News Breaking News Gobardhanpur Beach সংবাদ

Last Updated :