শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেশের সীমা ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে রঘু ডাকাত। প্রায় পুরো টিম উপস্থিত দুবাইয়ে। সদ্যই মুক্তি পেয়েছে সুপারস্টার দেব অভিনীত 'রঘু ডাকাত'৷ এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ সম্প্রতি দুবাইয়ে 'রঘু ডাকাত' ছবির প্রিমিয়ার লঞ্চ করলেন অভিনেতা দেব৷ এই প্রথম বিদেশের মাটিতে নিজের কোনও ছবি প্রিমিয়ার করলেন অভিনেতা৷ তবে বিদেশ সফরে তিনি একা নন, বরং অভিনেতা অনির্বাণ-সহ পুরো টিমকে নিয়ে দুবাই পৌঁছেছেন অভিনেতা৷
{link}
বিদেশের মাটিতে প্রথমবার নিজের ছবির প্রিমিয়ার করতে পেরে প্রচণ্ড খুশি অভিনেতা৷ সেই আনন্দ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেতা৷ প্রতি মুহূর্তের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন অভিনেতা৷ যা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুবাই থেকে অনির্বাণের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দেব৷ এবং লেখেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশ্যাল হয়।' বিভিন্ন শহরে ঘুরে চলছে ছবির বিরাট প্রচার। এবার বিদেশে পৌঁছে গেল 'রঘু ডাকাত'৷ প্রতিটি শহরেই রীতিমতো জনজোয়ার, প্রিয় তারকাদের দেখতে উপচে পড়ছে ভিড়।
{ads}