শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সুচিত্রা ও উত্তম কুমার প্রথম 'বাংলা সিনেমার স্বর্নযুগ' শব্দটিকে আনেন বলা যেতে পারে। আর তার কিছুটা আগে মহা নায়িকা সুচিত্রা অভিনীত 'দ্বীপ জ্বেলে যাই' বাংলা প্রেমের ছবির একটা মাইস্টোন। যদিও ১৯৫৯ সালে মুক্তি প্রাপ্ত ছবিতে তাঁর সঙ্গে উত্তম কুমারের বদলে দেখা গিয়েছিল বসন্ত চৌধুরীকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অনিল চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, প্রমুখ।
{link}
এবার সেই ছবির রিমেক করতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মহানায়িকার নাতনি রাইমা সেন। রাইমা কখনোই প্রতিভায় তার দিদার ধারে কাছে নেই। ২০২৪ সালটা অবশ্য রাইমার ভালো কেটেছে। 'নক্সাল স্টোরি' থেকে শুরু করে 'বিগ গার্লস ডোন্ট ক্রাই' - প্রতিটা কাজেই তিনি তাঁর অভিনয় দিয়ে নজর কেড়েছেন। তার মা মুনমুন সেন কিছু সময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে এসেছিলেন ঠিকই, তারপরে এখন রাজনীতি থেকে বহু দূরে।
{link}
রাইমা সম্প্রতি বলেন, ' আমায় যদি আমার দিদিমার কোনও ছবির রিমেক করতে বলা হয় তাহলে আমি দ্বীপ জ্বেলে যাই ছবিটিকে বেছে নেব। এই ছবিতে তিনি এমন একটা চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তাঁর ট্যালেন্ট দারুণ ভাবে ধরা পড়েছিল। আমার দিদিমা এবং আমার মা মুনমুন সেন আমায় অনুপ্রাণিত করেছেন এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য।'
{ads}