header banner

Weather News : আগামী পাঁচদিনে বাড়বে বৃষ্টিপাত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত দুই দিন আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে এত বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা যেনো থেকেই যাচ্ছে। আগামী পাঁচদিন কাঁপাবে ঝড়জল। বিশাল সতর্কতা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে ৷

{link}

এরফলেই বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলছে, শুক্রবারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই অনুমান করা হচ্ছে ৷ যদি নিম্নচাপের বৃষ্টিপাত বৃদ্ধি পায় সেক্ষেত্রে মঙ্গল, বুধ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জল জমেছে মধ্য কলকাতার (Kolkata) বিস্তীর্ণ অংশে।

{link}

পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বিবেকানন্দ রোডের মতো এলাকা জল থইথই। অন্যদিকে, কাঁকুড়গাছি, উল্টোডাঙা এবং সল্টলেকেরও বহু অংশে জল দাঁড়িয়ে গিয়েছে। জল জমেছে বেহালা, শিলপাড়া, সখেরবাজার এলাকাতেও। সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনে অফিস যাত্রীদের প্রবল ভোগান্তির সম্ভাবনা। এই বৃষ্টির জেরে একাধিক নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমুদ্রও উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

{ads}

News Breaking News South Bengal Weather News Weather Report Weather Update Kolkata সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article