শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দুর্গাপুজোর সঙ্গে সিনেমার যে একটা প্রথম যোগাযোগ রয়েছে, যা অস্বীকার করা যায় না। তাই এই বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’। গত ২৭ মে অর্থাৎ রথযাত্রার দিন প্রকাশ্যে আসে ছবির প্রথম পোস্টার। পোস্টারে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) বন্দুক হাতে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আবারও তিনি যে ফিরতে চলেছেন গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ সিংহের চরিত্রে, সেটা পোস্টার দেখেই বোঝা যায়।
{link}
রথযাত্রার পর এবার উল্টো রথে প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি চক্রবর্তীর লুক। মিমি (Mimi Chakraborty) শুক্রবার রাতেই জানিয়েছিলেন, উল্টো রথের দিন তিনি একটি বড় চমক দিতে চলেছেন দর্শকদের উদ্দেশ্যে। সেই কথাই রেখে প্রকাশ্যে এলো সংযুক্তা মিত্রের প্রথম ঝলক। পরনে উর্দি, চোখে দৃঢ় চাহনি, হাতে বন্দুক, সব মিলিয়ে আবারও ছবির পর্দায় ফিরতে চলেছেন অপরাধীদের জম সংযুক্তা ওরফে মিমি।
{link}
ছবিটির ক্যাপশনে লেখা, অসুর দলে দামামা বাজে, আসছে দেবী যুদ্ধ সাজে। ফিরছে সংযুক্তা মিত্র রক্তবীজ ২ নিয়ে বড় পর্দায়, এই পুজোয়। উল্লেখ্য, ২০১৭ সালে উইন্ডোস প্রযোজনা সংস্থার অধীনে পোস্ত ছবিতে অভিনয় করেছিলেন মিমি। ২০২৩ সালে রক্তবীজ ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এবার পালা দ্বিতীয় পর্বের। যদিও এই মুহূর্তে প্রযোজনা সংস্থার অধীনে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করছেন মিমি। এক কথায় বলা ভালো, উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ হয়ে গিয়েছেন মিমি।
{ads}