শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলার রেনেসাঁসের অন্যতম সাধক পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের (Ramakrishna) ১৯০ তম জন্মতিথি আজ ১মার্চ। বিশ্বের যেই প্রান্তে রামকৃষ্ণের ভক্তরা আছেন সেখানেই ভক্তির সঙ্গে পালিত হচ্ছে রামকৃষ্ণের জন্মজয়ন্তী।বিশেষ করে বেলুড় মঠে আজ কয়েক হাজার ভক্তের সমাগম ঘটবে। শ্রীরামকৃষ্ণদেবের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১ মার্চ, ২০২৫ সালে কর্মসূচি ঘোষণা করেছেন মঠ কর্তৃপক্ষ।
* ভোর ৪টে ৩০ মিনিটে মঙ্গলারতি শুরু হবে।
* ভোর ৪টে ৪০ মিনিটে বেদপাঠ ও স্তবগান হবে।
* ভোর ৫ টা ৩০ মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত হবে ঊষাকীর্তন। মন্দিরের মঠ ও প্রাঙ্গনে তা আয়োজিত হবে।
{link}
* সকাল ৭ টায় শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম আয়োজিত হবে।
* শ্রীশ্রী রামকৃষ্ণ বন্দনা, সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে সভামণ্ডপে আয়োজিত হবে।
* সকাল ৯.০৫ মিনিট থেকে সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা ঘিরে অনুষ্ঠান চলবে।
* সকাল ৯.৫০ মিনিট থেকে বেলা ১০.৩০ মিনিট পর্যন্ত রয়েছে ভক্তিগীতিকে কেন্দ্র করে অনুষ্ঠান হবে।
* সকাল ১০.৩৫ মিনিট থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে শ্রীশ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও পাঠব্যাখ্যা।
* বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২.০৫ মিনিট পর্যন্ত হবে গীতি আলেখ্য।
{link}
* বেলা ১২.১০ মিনিট থেকে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত রয়েছে ভজন।
* দুপুর ১ টা ২৫ মিনিট থেকে ২.৫০ মিনিট পর্যন্ত চলবে যন্ত্র সঙ্গীত
* বিকেল ৩ টে থেকে ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত রয়েছে বই প্রকাশ অনুষ্ঠান।
* ধর্মসভা রয়েছে বিকেল ৩ টে ৫০ মিনিট থেকে।
* সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট থেকে রয়েছে সন্ধ্যারতি।
* এছাড়াও জানানো হয়েছে, প্রসাদ বিতরণ হবে বেলা ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। এছাড়াও ২ মার্চ থেকে সপ্তাহ ব্যাপি চলবে বিভিন্ন অনুষ্ঠান। হাওড়ার বেলুড়মঠের অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২ মার্চ, ২০২৫ থেকে যাত্রাভিনয় দিয়ে শুরু হবে। ২রা মার্চ থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। সূচি বলছে, ৯ মার্চ, ২০২৫ পর্যন্ত রয়েছে এই অনুষ্ঠানপর্ব।
{ads}