header banner

Ratan Tata : রতন টাটার অজানা প্রেমের কাহিনী এবার প্রকাশ্যে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'রতন টাটা' (Ratan Tata) নামটাই এখন বিশ্ববাসীর কাছে যথেষ্ট। তিনি শুধুই ধন কুবের নন, সঙ্গে একজন বিরাট সমাজসেবীও। বিশ্বের একমাত্র ব্যবসায়ী (businessman) যিনি তাঁর লাভের একটা বড়ো অংশ গরিব মানুষকে দান করেন। ৮৬ বছরের রতন টাটা অবিবাহিত। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন।

{link}

শোনা যায়, টাটা নাকি ভালবেসেছিলে অভিনেত্রী সিমি গারেওয়ালকে (Simi Garewal)। তবে সেই প্রেমও পরিণতি পায়নি। সিমির সঙ্গে প্রেম নিয়ে কোনওদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি টাটাকে। তবে যে প্রেম নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি।  টাটার জীবনে কে সেই নারী? কে সেই স্বপ্নসুন্দরী? এবার তা সকলের সামনে এসেছে। সে বহুযুগ আগের কথা। তখন ইন্দো-চিন যুদ্ধ চলেছে। যুদ্ধের কারণে সে প্রেম কার্যত বলি দিতে হয়েছিল এই মহান শিল্পপতিকে। সিমি গারেওয়ালের টক শো’তেই জীবনের সেই কাহিনী শেয়ার করেছেন টাটা। তিনি জানান, সে সময় লস এঞ্জেলসে কাজ করছিলেন। সেখানেই তাঁর আলাপ হয় তাঁর স্বপ্নসুন্দরীর সঙ্গে।

{link}

তাঁর কথায়, “কলেজ শেষ হওয়ার পর আমি লস এঞ্জেলসে একটি কাজ পাই। দুই বছর সেখানে কাজ করি আমি। কী সুন্দর সময় কাটাই।" তখনই তিনি প্রেমে পারেন এক নারীর। তার স্বপ্ন সুন্দরী! তিনি বলেন,"সে সময় প্রেমে পড়ি আমি। বিয়েটাও করে ফেলতাম। তবে আমায় ভারতে ফিরতে হত। খবর পাই ঠাকুমা খুব অসুস্থ।” ভারতে কিছু সময় কাটিয়ে আবারও প্রেমের টানে লস এঞ্জেলসে (Los Angeles) ফিরে যান টাটা প্রেমের টানে। ঠিক করেন এবার দেশে ফিরবেন তাঁকে নিয়েই। বিয়ে করবেন, গড়ে তুলবেন স্বপ্নের সংসার। তবে সেই ইচ্ছে অপূর্ণ থেকে যায়। কিন্তু তা আর হলো না। তাঁর কথায়, ‘'সে সময় ইন্দো-চিন যুদ্ধ চলছিল। আমি তাঁকে নিয়ে এই দেশে চলে আসি এমনটা চাননি ওঁর বাবা-মা। ও সেই সিদ্ধান্ত মেনে নেয়। আমার সঙ্গে ভারতে আসতে চায় না। কিন্তু আমাকে যে দেশে ফিরতেই হত। তাই আমি ফিরে আসি। আমাদের সম্পর্কটাও তাসের ঘরের মতো ভেঙে যায়।” এমন করুন কাহিনী সকলের চোখেই জল এনে দেয়।

{ads}

News Breaking News Ratan Tata businessman Simi Garewal Actress Los Angeles সংবাদ

Last Updated :