জেল না বেল...তা নিয়ে টানাপোড়েন তুঙ্গে থাকলেও, ফের একবার সামনে এল বউ না বান্ধবী… ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন!
এসএসকেএম হাসপাতালে বৈশাখীই সব, বৈশাখীর দাবি, সিবিআই-কে চিঠি দিয়ে শোভন জানিয়েছেন, তাঁর আইনি বিষয়ে রত্না যেন কোনও হস্তক্ষেপ না করেন। বুধবার শোভনের আইনজীবী হাসপাতালের সুপারকে চিঠি দিয়ে বলেছেন, শোভন চট্টোপাধ্যায়ের ডায়াবেটিস, হাইপার টেনশন-সহ অন্যান্য অসুখ রয়েছে। শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই পরিস্থিতিতে রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর সঙ্গীরা এসএসকেএমে এলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যা শোভন চট্টোপাধ্যায়কে চরম উৎকণ্ঠায় ফেলতে পারে। এই অবস্থায় আমি আপনার কাছে আনুরোধ করছি, শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া রত্না চট্টোপাধ্যায়কে যেন তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া না হয়।
{link}
সোমবারের পাশাপাশি মঙ্গলবারও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সক্রিয় থাকতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্যায় এবং ঋষি চট্টোপাধ্যায়কে। কিন্তু বুধবার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছেলে। কোনও একটি বিষয় নিয়ে অশান্তি হয় তাদের মধ্যে। তার জেরে হাসপাতালের কেবিন থেকে বের করে দেওয়া হল ছেলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। এমনই দাবি মা রত্না চট্টোপাধ্যায়ের।
এই ঘটনার পরে রত্না চট্টোপাধ্যায় ছেলেকে বলেছেন, বাবার কাছে আর না যেতে। বিষয়টিকে লজ্জাজনক বলেও বর্ণনা করে তিনি বলেছেন, বিপদের সময় পাশে দাঁড়াতে চাইলেও, তা করতে দিলেন না শোভন চট্টোপাধ্যায়ই। তিনি আরও বলেছেন, শোভন চট্টোপাধ্যায় যদি মনে করেন, বৈশাখী থাকলেও চলবে, তাহলে তাই হোক।
{ads}