header banner

হাল ছাড়ছেন না সৌমিত্র

article banner


এ যেন এক কঠোর যুদ্ধক্ষেত্র, যে লড়াই চলতেই থাকছে , তিন সপ্তাহ পেরিয়ে গেছে লড়ছেন ফেলুদা , তিনি হারতে জানেন না , এই যুদ্ধ ক্ষেত্রের তিনি যোদ্ধা ।আবার তিনি ফিরছেন লড়াইয়ে ।

নির্বিঘ্নেই হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম দফার ডায়ালিসিস। তাঁর রক্তচাপও স্বাভাবিক। নতুন করে জ্বর আসেনি। 
ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তাঁর।  রক্তপাতও হয়নি। 
অক্টোবরের শুরুতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কয়েকদিন পরেই কোভিডমুক্ত হন অভিনেতা। তবে তারপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। আংশিক ভেন্টিলেশনের পর সম্পূর্ণ ভেন্টিলেশনে পাঠানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 
তাঁর দুই কিডনিও কাজকর্ম বন্ধ করে দেয়। তারপরই ডায়ালিসিসের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এদিন সেই ভিত্তিতেই প্রথম ডায়ালিসিস সম্পন্ন হল।
 

Soumitra Chatterjee Hospital Recover Covid19 Cinema Bengali Cinema Indian Cinema

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article