শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভালোবাসা হয়ে উঠুক চিরন্তন শাশ্বত! প্রতিটি সম্পর্কের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক। আজ ভালোবাসা দিবস, valentines day,নিজের মনের মানুষকে ভালোবাসা জানানোর দিন। ভালোবাসা দিবসের স্বাভাবিকভাবে সবথেকে বেশি চাহিদা থাকে গোলাপের (Rose)।
{link}
এদিন দেখা গেল সকাল থেকেই বিভিন্ন দোকানগুলিতে রয়েছে গোলাপের বাহার। লাল সাদা গোলাপি বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে। এই প্রসঙ্গে একজন ফুল বিক্রেতা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে আজ valentines day, প্রত্যেক বছরের মত এ বছরও চাহিদা রয়েছে গোলাপ ফুলের।
{link}
ভালোই বিক্রি হচ্ছে , আশা রাখছেন প্রতিবছরের মতো এ বছরও ভালই বিক্রি হবে গোলাপ ফুল। কলকাতার গোলাপ ফুলের দাম রয়েছে কুড়ি টাকা এবং ব্যাঙ্গালোরের গোলাপ ফুলের দাম রয়েছে 40 টাকা প্রতি পিস।
{ads}