header banner

Tollywood : নুসরতকে নিয়ে অশোভন মন্তব্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: নুসরতকে নিয়ে অশোভন মন্তব্য করায় প্রতিবাদে শ্রীলেখাবাস্তবিক দুই শিল্পী দুই ভিন্ন জগতের। নুসরত তৃণমূলের প্রাক্তন সাংসদ আর শ্রীলেখা প্রকাশ্যে না বললেই তিনি একজন বাম সমর্থক। অথচ নুসরতকে নিয়ে কটু মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন শ্রীলেখা। নুসরত জাহান কদিন আগে পাউডার ব্লু ড্রেসে কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তাঁকে নিয়ে নোংরা ট্রোল চলেছিল।

{link}

বিশেষ করে, কটাক্ষ করা হয়েছিল অভিনেত্রীর স্তনের আকার নিয়ে। এখানেই শেষ নয়, একাধিক পেজ থেকে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও ট্রোল করে ক্যাপশন দিয়ে, অভিনেত্রীর ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। সেরকমই একটা পোস্ট শেয়ার করে, এবার প্রতিবাদে সরব হলেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা প্রমাণ করেছেন, রাজনীতি পরে আগে মানুষের সম্মান।

 {link}

নুসরতের ছবি কতটা শোভন তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আসল কথা ভাষার ব্যবহার। সৌরভ মণ্ডল নামের এক ব্যক্তি নুসরত জাহানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে’। সঙ্গে জোড়া হয়েছিল কিছু হাসির ইমোটিকন। এমন কুৎসিত মন্তব্যের প্রতিবাদ করতে সামান্য দেরি করেন নি শ্রীলেখা। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘চিনে নিন সম্ভাব্য ট্রোলারদের। নুসরত হোক বা পাড়ার সোনামণি, কারও ব্যাপারে এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।’ এবার একে একে অনেকেই শ্রীলেখার প্রতিবাদের সঙ্গী হচ্ছেন।

{ads}

News Breaking news Nusrat Tollywood Actress সংবাদ

Last Updated :