header banner

Entertainment: বানভাসি উত্তরবঙ্গ! সিনেমার টিজার লঞ্চ বাতিল অভিনেত্রী রুক্মিনী মৈত্রর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের বানভাসি মানুষের পাশে থাকার বার্তা দিলেন নায়িকা রুক্মিণী। কথা ছিল, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আনবেন। কিন্তু বানভাসি উত্তরবঙ্গের কথা ভেবে মন সায় দিল না রুক্মিণী মৈত্রর। সেকথা জানিয়েই ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার লঞ্চ বাতিল করলেন। টিমের তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে অভিনেত্রী জানিয়েছেন, ‘বানভাসি উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত স্থগিত রাখলাম। বন্যার্ত পরিবারগুলি যাতে দ্রুত সেরে ওঠে সেই প্রার্থনা করছি।’ পরবর্তীতে কবে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার মুক্তি পাবে, সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানালেন রুক্মিণী মৈত্র। 

{link}

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে ‘মৌন তারকা’দের ভিড়ে রুক্মিণীর এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অন্যদিকে ইনস্টা স্টোরিতে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছেন দেব। অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বাবা-মেয়েরসম্পর্কের সমীকরণ নিয়ে এই ছবি। এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান-অভিমানের গল্প দেখা যাবে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে। ৬ অক্টোবর, সোমবার সেই সিনেমারই টিজার প্রকাশ্যে আনার কথা ছিল। তবে বানভাসি উত্তরবঙ্গের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত বাতিল করলেন নির্মাতারা। বিদ্ধস্ত উত্তরবঙ্গের কারণে আপাতত স্থগিত রইল সিনেমার লঞ্চ। যদিও, সিনেমা প্রেমীরা প্রত্যাশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে শীঘ্রই প্রকাশ্যে আসবে এই সিনেমার টিজার। 

{ads}

Rukmini Maitra Entertainment News North Bengal North Bengal Flood Bengali News খবর সিনেমা বিনোদন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article