শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তখন বলিউডে একটা জায়গা খুঁজছেন। আর রাজেশ খান্না (Rajesh Khanna) তখন বেশ প্রতিষ্ঠিত। সেই সময়ের একটা ঘটনা জয়া বচ্চন (Jaya Bachchan) সামনে নিয়ে আসলেন। ফ্লোরে একবার রাজেশ প্রকাশ্যেই অমিতাভকে নিয়ে এমন কিছু বলেছিলেন যা মোটেও ভালভাবে নেন নি জয়া।
{link}
প্রেমিকের অপমান সেদিন তিনি মেনে নিতে পারেননি। তিনি রীতিমতো ঝগড়া করেছিলেন রাজেশের সঙ্গে। তখন রাজেশের শুটিং চলছে। 'বাবরচি’ (Bawarchi) র শুটিংয়ে একসঙ্গে কাজ করেছিলেন জয়া ও রাজেশ। সেখানেই আচমকা রাজেশ বলতে শুরু করেন, ইন্ডাস্ট্রিতে অমিতাভের কোনও ভবিষ্যৎ নেই।
{link}
এও বলেছিলেন, “জয়া বচ্চন বৃথাই ওই স্ট্রাগলরের পিছনে সময় নষ্ট করেছেন। কোনওদিনই ওই ব্যক্তির সঙ্গে সুখে থাকবেন না জয়া।” জয়া কিন্তু সেদিন কোমড় বেঁধে দু'কথা শুনিয়ে দিয়েছিলেন রাজেশজিকে। রাজেশকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি পাল্টা বলেছিলেন, “একদিন অমিতাভই ইন্ডাস্ট্রি শাসন করবেন। ছাপিয়ে যাবেন রাজেশ খান্নাকেও।" বাস্তবে হয়তো তাই হয়েছে। অমিতাভ নিজেই হয়ে উঠেছেন একটা সম্পূর্ণ ইনডাস্ট্রি।
{ads}