শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি দেশজুড়ে বিপুল জনপ্রিয়তার দেখা পেয়েছে ফসিলস। বর্তমানে দেশজুড়ে ফসিলস ও রূপম ইসলামের অনুরাগীদের সংখ্যা বিপুল। একইসঙ্গে বিদেশেও ছড়িয়ে পড়েছে এই ব্যান্ডের জনপ্রিয়তা। প্রবাসী বাঙালিদের মধ্যেও ফসিলসের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রতি এই বিষয়টিরই একটি স্পষ্ট ইঙ্গিত মিলেছে আটালান্টায়।
{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি আটলান্টায় নিজেদের প্রথম অনুষ্ঠান করেছে রূপমের ফসিলস। ১৫ বছর ধরে আটলান্টায় দুর্গা পুজোতে বাংলার বহু শিল্পী নিজেদের সঙ্গীত পরিবেশন করেছেন। তবে, ফসিলসের অনুষ্ঠান এই প্রথম। কিন্তু, প্রথম পারফর্ম্যান্সেই কার্যত ঝড় তুলে দিয়েছে এই বাংলার রক ব্যান্ড। ২৬ সেপ্টেম্বর আটলান্টায় ফসিলসের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তুঙ্গে ছিল উন্মাদনা। প্রেক্ষাগৃহে যেন শুধুই কালো মাথার ভিড়। ‘রূপম’ ও ‘ফসিলস’ -এর নামে ওঠা চিৎকারে কেঁপে ওঠে চারপাশ।
{link}
ওই দিনে মোট ১২০ মিনিটের অনুষ্ঠান করেছে রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড। এই অনুষ্ঠানে একের পর সুপারহিট গানে কার্যত প্রবাসীদের আলাদা জগতে নিয়ে গিয়েছিলেন রূপম ও তাঁর টিম। তাদের এই অনুষ্ঠান ঘিরে কার্যত একটি উন্মাদনার জোয়ার তৈরি হয়েছিল প্রবাসীদের মধ্যে। প্রসঙ্গত, আটলান্টার পুজোয় এবছর দেখা গিয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
এই প্রসঙ্গে পূর্বাশার সভাপতি স্বাতী দাস জানিয়েছেন, “এইবছর আমাদের পুজো নিয়ে ছিল আলাদা উন্মাদনা। এবার আমাদের পুজো ১৫ বছরে পড়ল। ১৫ বছর ধরে আটলান্টায় বসবাসকারী বাঙালিদের ভালোবাসার প্রতিদান ফসিলসের এই অনুষ্ঠান।“
{link}
একই বিষয়ে পূর্বাশার বোর্ডের চেয়ারপার্সন গৌরব মজুমদার জানিয়েছেন, “পূর্বাশা সবসময় সংস্কৃতি, যুব সম্প্রদায় ও উদযাপনের পক্ষে। এই বছর আমাদের পুজো ১৫ বছরের। ফসিলসের কনসার্ট তাতে অন্য এক মাত্রা যোগ করেছে। আমার মনে হয় এটাই আমাদের সেরা পুজো। এই কনসার্টকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ একটি ছাতার তলায় চলে এসেছিলেন। এই রকম অনুষ্ঠান আমাদের আগামী দিনের জন্য আরও অনুপ্রাণিত করবে।”
{ads}