header banner

Saayoni Ghosh: দীর্ঘ সময় পর বড়পর্দায় প্রত্যাবর্তন! নিজের নতুন ছবি সম্পর্কে সায়নী ঘোষ কি বললেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার জগতে একজন পরিচিত মুখ সায়নী ঘোষ। কিন্তু, এই মুহূর্তে সায়নী ঘোষ যতটা অভিনেত্রী, তার থেকে বেশি রাজনৈতিক মানুষ। আমজনতা তাকে তৃণমূলের নেত্রী হিসাবেই চেনেন। বরাবর নিজের বোল্ড চারিত্রিক গুণের জন্য পরিচিত তিনি। পর্দাতেও সব সময় তাঁকে দেখা গিয়েছে অন্যরকম চরিত্রে অভিনয় করতে। কিন্তু মাঝে বেশ কিছু সময় তিনি পর্দা থেকে দূরে ছিলেন। বড় পর্দায় ফিরতে এতটা দেরি হল কেন জিজ্ঞেস করায় কী বললেন সায়নী? সম্প্রতি রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সায়নী। এই সিনেমায় তিনি একজন গৃহ সহায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের ভূমিকায় অভিনয় করতেন দেখা গিয়েছে তাঁকে।

{link}

  অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। বড় পর্দায় ফিরতে এতটা সময় লেগে গেল কেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘সবে দেড় বছর হয়েছে আমি সাংসদ হয়েছি। অবশ্যই কিছুটা চাপ তো রয়েছে। এছাড়া আমি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম।’ সিটি সিনেমা দ্বারা পোস্ট করা ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে সায়নী বলছেন, ‘এখন নিজের চরিত্র নিয়ে কিছুটা চিন্তাভাবনা করতে হয়। যেহেতু আমি একজন রাজনীতিবিদ তাই সব রকম চরিত্রে অভিনয় করতে পারি না এখন। কিছুটা বাধ্যবাধকতা মেনে চলতে হয়। তবে ভালো চরিত্র পেলে অবশ্যই করব।’

{ads}

Saayoni Ghosh News Bengali Movie Trinamool Congress Bollywood Tollywood সংবাদ সায়নী ঘোষ সিনেমা বাংলা সিনেমা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article