header banner

KIFF 2025: কলকাতা চলচ্চিত্র উৎসবে বঙ্গবিভূষণ পেলেন শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেলো কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আর এখানেই পুরাস্কৃত করা হলো শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখার্জীকে। পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেতা বলেন, ‘আমি সত্যিই আজ অবাক হয়ে গিয়েছি এই পুরস্কার পেয়ে। আমি কিছুই জানতাম না। আমি আপ্লুত।’ বঙ্গবিভূষণ সম্মান পেলেন আরতি মুখোপাধ্যায়ও। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি। দুই তারকাকেই পুরস্কার তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমি মিস ক্যালকাটা’ থেকে ‘এই মোম জোছনায়’ সহ বহু গান উপহার দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। শর্মিলা ঠাকুর থেকে অপর্ণা সেন, প্রথম সারির প্রায় প্রত্যেক অভিনেত্রীদের নেপথ্য কন্ঠে গান গেয়েছেন তিনি।

{link}

 এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোলে ছবির বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি, পরিচালক আদুর গোপালকৃষ্ণন, পরিচালক সুজয় ঘোষ। এই বছরের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম সুচিত্রার ‘সপ্তপদী’। এই বছর অনুষ্ঠানে ১৮২৭টি ছবির মধ্যে ৩৯টি দেশের ছবি দেখানো হবে।

{ads}

Satrughna Sinha KIFF Kolkata International Film Festival Bangabibhusan Arati Mukherjee Mamata Banerjee সংবাদ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরতি মুখোপাধ্যায়

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article