শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে গ্রহর স্থান পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে বিভিন্ন রাশির জাতকদের উপর বিশেষ প্রভাব পড়ে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেব প্রতি আড়াই বছর অন্তর নিজের স্থান পরিবর্তন করে থাকে। এরফলে দেশ-দুনিয়া-সহ একাধিক জায়গায় এর প্রভাব পড়ে। আজ ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব। এরফলে বেশ কিছু রাশির উপর শনির সুদৃষ্টি পড়বে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসবে সুখের জোয়ার।
{link}
* বৃষ রাশি (TAURUS) -
আপনাদের জীবনে শনিদেবের এই চলন লাভজনক হতে চলেছে। এই সময় আপনার কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। এছাড়াও, এই সময় আপনার কাজ-কারবারে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। এই সময় নতুন কোনও বিনিয়োগ লাভজনক হবে। এই সময় আপনার শরীর স্বাস্থ্য ভাল থাকবে।
{link}
* কন্যা রাশি (VIRGO) -
শনি দেবের চলন আপনার জন্য খুবই মঙ্গলজনক হতে চলেছে। এই সময় আপনার আকস্মিক অর্থলাভ হবে। এছাড়াও এই সময় পরিবারের সঙ্গ পাবেন। সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। এই সময় আপনার বৈবাহিক জীবন শান্তির কাটবে।
* মীন রাশি (PISCES) -
এই সময় আপনাদের জন্য অত্যন্ত অনুকূল। এই সময় চাকরিতে প্রমোশন মিলতে পারে। ব্যবসায় সাফল্য আসবে। এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে। এই সময় সেভিংস করতে পারবেন। এই সময় বিনিয়োগে নিবেশ করেও লাভ পেতে পারেন। মামলা-মোকদমায় সাফল্য আসবে।
{ads}