শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবার বিনোদন জগতের নক্ষত্র পতন। ভাই অপুর হাত ধরে ট্রেন দেখা, বৃষ্টিতে ভেজা, তেঁতুলের আচার খাওয়া৷ শেষে ভাইয়ের হাত ছেড়ে পাড়ি দেওয়া দিকশূন্যপুরে৷ অপুর (Apu) জীবনে ক্ষণস্থায়ী ছিল তাঁর দিদি দুর্গা (Durga)৷ এবার বাস্তবের দুর্গা সকলকে ছেড়ে চলে গেলেন৷
{link}
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিতের (Satyajit Roy) পথের পাঁচালির (Pather Panchali) 'দুর্গা' উমা দাশগুপ্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bibhutibhushan Bandyopadhyay) কালজয়ী রচনা পথের পাঁচালী, সেই পথের পাঁচালী পর্দায় নিপুণভাবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। ছবির ছোট্ট দুর্গার অভিনয় ছিল প্রাণবন্ত৷ রোগাটে গড়নের সেই মেয়ের পর্দাজুড়ে দাপট কখনও বাঙালি ভুলতে পারবেন না৷ বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তর সেই প্রাণোচ্ছ্বল হাসি।
{link}
তবে, তিনি পথের পাঁচালীর পড়ে আর বিশেষ সামনে আসতে চান নি। নিজের মতো নিজের জীবন বেছে নিয়েছিলেন। একেবারে লাইম লাইটের আড়ালে ছিলেন উমাদেবী৷ তিনি অসুস্থও ছিলেন৷ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যজিতের উমা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির 'দুর্গা', উমা। জীবনাবসান সত্যজিতের পথের পাঁচালির 'দুর্গা' উমা দাশগুপ্তের (Uma Dasgupta)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিনেমা জগতে। অনেকেই শোক জ্ঞাপন করেছেন।
{ads}