header banner

Sayak Chakraborty : ‘রাণী ভবানী’তে প্রথম লুকে সায়ক, খুশি ভক্তরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। নিজের অভিনয় দক্ষতায় তিনি অর্জন করেছেন প্রচুর ভক্ত। 'করুনাময়ী রাণী রাসমণি’ থেকে 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'রামপ্রসাদ'-এর মতো ঐতিহাসিক ও ভক্তিমূলক ধারাবাহিকে কাজ করেছেন সায়ক চক্রবর্তী। আর প্রতিটি চরিত্রেই বলা চলে ছক্কা হাঁকিয়েছেন। শোনা গিয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (Rajrajeshwari Rani Bhabani) ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। আর এবার প্রকাশ্যে এল তাঁর মেগার প্রথম লুক। প্রথম লুক সামনে আসতেই খুশির হাওয়া ভক্তদের মধ্যে। 

{link}

এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে 'ভবানী' শ্বশুর বাড়িতে এসেছে। নাটোরের রাজগুরু মনে করেছিলেন 'ভবানী' দেবাংশী। তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই নাটোর রাজপরিবারের কুলদেবী জয়দুর্গা ফের তাঁর মন্দিরে ফিরবেন, থাকবেন তাঁর সিংহাসন আলো করে। কিন্তু তা না হওয়ায় ভিবানীকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দেবী ভবানীকে স্বপ্নাদেশে দেন। তাঁকে নিয়ে ফের 'ভবানী' ফেরেন রাজবাড়িতে। জানান, দেবী ভবানী হলেই দেবী জয়দুর্গার আর এক রূপ। তবে সে কথা রাজগুরু বিশ্বাস না করায় আপাতত ভবানীর ঘরেই মা ভবানীর সিংহাসন পাতা হয়।

{link}

অন্যদিকে, রাজহেঁশেলে শুরু হয় ভবানীর পরীক্ষা। জলছাড়া পোলাও বানানোর ভার পড়ে তাঁর উপর। শেষে থোড়ের জল দিয়ে পোলাও রেঁধে তার স্বাদে সকলকে মুগ্ধ করে দেয় ভবানী। কোনও ভাবেই ভবানী আর রামকান্তকে বিপদে ফেলতে না পেরে দেবীপ্রসাদ ফন্দি আঁটে এবার ইংরেজ সাহেবদের সঙ্গে হাত মেলাবে। অন্যদিকে, রাজবাড়িতে শুরু হয় ভবানী আর রামকান্তর প্রীতিভোজের আয়োজন।

{ads}

 

News Breaking News Sayak Chakraborty Rajrajeshwari Rani Bhabani Tollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article