শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) এখন ঢল নেমেছে সাইয়ারা মুভির। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সাইয়ারা। গত ১৮ই জুলাই প্রকাশ পেয়েছে মোহিত সুরি (Mohit Suri) পরিচালিত রোমান্টিক মিউজিক্যাল ড্রামা 'সাইয়ারা' (Saiyaara)। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে।
{link}
মাত্র কয়েকদিনেই এই সিনেমা ভারতে ছুঁয়ে ফেলছে 100 কোটির ক্লাবে (Saiyaara Box Office Collection) ৷ দর্শকদের মতে আহান পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda)- র এই মুভির নাম চোখ বুজে এর নাম আশিকি ৩ রেখে দিলেও চলত। ‘ছাবা’র পর, চলতি বছরে বলিউড সিনেমার দ্বিতীয় বৃহত্তম দিন ছিল সাইয়ারার দখলে। বড় শহর এবং এমনকি ছোট শহর জুড়ে সিনেমাটির একাধিক শো হাউসফুল। দেশের বিভিন্ন সিনেমা হলে এখন 'সাইয়ারা' (SAIYAARA) জ্বর ৷
{link}
ছেলে-মেয়ে নির্বিশেষে হাউ হাউ করে কেদে চলেছেন সিনেমা দেখে ৷ শুধুমাত্র এখানেই শেষ নয়, মুভি দেখে জ্ঞান হারিয়েছেনও অনেকেই। যেভাবে এই সিনেমা নিয়ে হাইপ বাড়ছে দর্শকদের ভিতরে, তাতে আশা করা যেতে পারে যে, সপ্তহের দিনগুলোতেও খারাপ ব্যবসা করবে না সাইয়ারা। এখন দেখার আর কার কার রেকর্ড ভাঙে এটি।
{ads}