header banner

Bollywood: সিরিয়াল নায়িকা কেন্দ্রিক,সিনেমা নায়ক কেন্দ্রিক, কেন?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সাধারণভাবে দেখা যায়, বাংলা হোক বা হিন্দি - সব ক্ষেত্রেই টিভি সিরিয়াল নায়িকা কেন্দ্রিক, কিন্তু সিনেমা নায়ক কেন্দ্রিক। হিন্দি সিনেমার ক্ষেত্রে এই ট্রেডিশনে ভাঙন ধরিয়েছিলেন বিদ্যা বালান। তিনি প্রথম ইশকিয়া, পা, কাহানি, দ্য ডার্টি পিকচার সহ একাধিক মহিলাকেন্দ্রিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। খ্যাতি পেয়েছেন।

{link}

কিন্তু তারপরে সেই ধারা আর ধরে রাখা সম্ভব হয় নি। যদিও বিগত ৪ বছরে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, ক্রু, জিগরা ইত্যাদির মতো ছবি হয়েছে। তবুও আলিয়া ভাটের জিগরা ছবিটিও সিনেমা হলে তেমন দর্শক টানতে পারেনি।এই বিষয় নিয়েই মুখ খুলেছেন বিদ্যা। তিনি এক সাক্ষাৎকারে বলেন ''মহামারীর আগে বিষয়টা অনেক সহজ ছিল। কিন্তু এখন মহিলাকেন্দ্রিক ছবিতে কাজ পাওয়া একটু কঠিন হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও আমরা কয়েক ধাপ পিছিয়ে গিয়েছি। ২০০৮ সালে আমি যখন ইশকিয়া করি তখন তেমন ভাবে কোনও মহিলাকেন্দ্রিক ছবি হয়নি, এক ব্ল্যাক ছাড়া।

{link}

তারপর ধীরে ধীরে ছবিটা বদলালো। মহিলাকেন্দ্রিক ছবি তৈরি হতে শুরু করে। ভালো ব্যবসাও করছিল ছবিগুলি। কিন্তু এখন আর সহজ নেই বিষয়টা। যদিও আমার বিশ্বাস এটা একটা ফেজ মাত্র। সময় আজ নাহয় কাল বদলে যাবেই। মহিলাকেন্দ্রিক যে গল্পগুলি আমরা বলতে চাই আবার বলতে পারব।'' এখন দেখার সেই নায়িকা প্রধান ছবির যুগ আবার ফিরে আসে কিনা!

{ads}

news breaking news cinema chalchitra female cinema Bollywood TMC Bombe সংবাদ

Last Updated :