শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিনোদন জগতে ফের দুঃসংবাদ ৷ প্রয়াত হলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা শ্রীধর নায়েক (Sridhar Nayak) ৷ কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রবীণ অভিনেতা শ্রীধর নায়েকের মৃত্যুতে শোকাহত৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা ৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না ৷ তিনি বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরও অভিনেতার স্বাস্থ্যেরঅবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
{link}
মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত তাঁর মরদেহ জনসাধারণের দর্শনের জন্য হেব্বালের ব্যাপটিস্ট হাসপাতালে রাখা হয়েছে, এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শ্রীধর নায়েক ‘পারু’ এবং ‘ভাধু’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে তাঁর স্মরণীয় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তাঁর শক্তিশালী পর্দা উপস্থিতি দিয়ে তিনি মন জয় করেছিলেন দর্শকদের । তিনি ‘ম্যাক্স’ ছবিতেও অভিনয় করেছিলেন এবং তার বহুমুখী অভিনয় দক্ষতা দিয়ে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন।
{link}
সাম্প্রতিক মাসগুলিতে, অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। অসুস্থতার কারণে তাঁর শারীরিক অবস্থার ছবিগুলি ভক্তদের এবং টেলিভিশন জগতকে হতবাক করে দিয়েছিল৷ একসময়ের প্রাণবন্ত এবং অভিব্যক্তিপূর্ণ অভিনেতা দুর্বল এবং প্রায় অচেনা বলে মনে হয়েছিল সকলের। শ্রীধর নায়েক কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী ছিলেন।
{ads}