তাঁকে ভালোবাসার সম্রাট বলে এই বিশ্ব স্বীকৃতি দেয় , তাঁর কথায় কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার জোয়ার ভেসে ওঠে ।তিনি ভারতবর্ষের সিনেমার চলার পথকে দেখিয়েছেন এক কল্পনাতীত স্বপ্ন।সেই স্বপ্ন সৃষ্টির জাদুকরের নাম শাহরুখ খান ।
আজ (২ নভেম্বর) তাঁর ৫৫তম জন্মদিন। ১৯৬৫ সালে ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন ।অভিনেতা হিসেবে শাহরুখ খানের পথচলার শুরু ১৯৮৯ সাল থেকে।বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির সুত্র ধরে। ‘চমৎকার, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’এর মতো ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি।
‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে তাঁর অভিনয়ের জাদু দিয়ে পৌঁছে যান সাফল্যের চূড়ায়। ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তাঁর মধ্যে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, যার আটটিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ।
করোনা মহামারির কঠিন যুদ্ধ এই বিশ্বকে যতোটাই কঠিন পরিস্থিতিতে বেঁধে রাখুক না কেন ভালোবাসার সম্রাটকে ভালোবাসায় বন্দী করতে তাঁর অনুগামীরা কোনোদিন পিছু হাঁটবেন না……… {ads}