header banner

Shah Rukh Khan: 'আপনার এই শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ দিদি! খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’, মন্তব্য শাহরুখের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কিং খানের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানান। শাহরুখকে 'ভাই' বলে সম্বোধন করেন। কাল বিলম্ব না করে শাহরুখ তার উত্তর দেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেছেন, ‘ধন্যবাদ মমতা দিদি আপনার এই শুভেচ্ছাবার্তার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’ শাহরুখের জন্মদিন হোক বা শুটিং ফ্লোরের দুর্ঘটনা, সবক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তাঁর কথা ভেবেছেন। এর আগে ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম হয়েছিলেন শাহরুখ। বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তাঁর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

{link}

উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। বাদশার জন্মদিনে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যা নিয়ে রীতিমতো উন্মাদনা তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। সামনেই আছে কলকাতা চলচ্চিত্র উৎসব। সেখানে শাহরুখ আসছেন কিনা জানা নেই, কিন্তু শাহরুখ যে মুখ্যমন্ত্রীকে খুবই শ্রদ্ধা করেন তাতে সন্দেহ নেই।

{ads}

SRK Shah Rukh Khan News Bollywood Mamata Banerjee Bengali News West Bengal KING Movie বিনোদন খবর শাহরুখ খান

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article