শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বলিউডের (Bollywood) আইকন শাহরুখ খান (SRK), ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর পূর্ণ করেছেন, ২০২৩ সালের অ্যাকশন ব্লকবাস্টার জওয়ানে (Jawan) তাঁর অভিনয়ের জন্য জীবনে প্রথম জাতীয় পুরস্কার পেতে চলেছেন বাদশা। তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার তাদের অফিসিয়াল হ্যান্ডেল এক্স (পূর্বে টুইটার) এর মাধ্যমে এই খবর ঘোষণা করেছে।
{link}
‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ এবং একই সঙ্গে ‘১২ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাবেন বিক্রান্ত মাসি। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (71st National Film Awards) মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিওয়ানা থেকে জওয়ান– তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও।
{link}
এ প্রসঙ্গে শাহরুখ বা বিক্রান্ত কারও সরাসরি প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ইন্ডাস্ট্রি জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা। বহু বর্ষীয়ান অভিনেতা, পরিচালকের মতে, ”এটা বহু দেরিতে এল, কিন্তু অবশেষে এল।”
{ads}