header banner

SRK : 'কিং' শ্যুটিংয়ে গুরুতর জখম শাহরুখ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'কিং'-এর সেটে দুর্ঘটনায় গুরুতর জখম বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। বেশ কিছু দিন ধরে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তার মাঝেই খবর পেশিতে চোট পেয়েছেন বাদশা। পরিস্থিতি এতই গুরুতর যে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন অ্যাকশন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। মুম্বইয়ের স্টুডিয়োতে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় আঘাত পেয়েছেন তিনি।

{link}

পেশিতে চোট পেয়েছেন নায়ক, তাই জরুরি চিকিৎসার প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উচ্চ-অকটেন স্টান্ট করার কারণে আঘাত বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চোটের কারণে অভিনেতাকে তাঁর টিমের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। চিকিৎসকরা তাঁকে কমপক্ষে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে ছবির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। আঘাতের কারণে, জুলাই থেকে অগস্ট মাস পর্যন্ত নির্ধারিত 'কিং' ছবির সমস্ত শ্যুটিং স্থগিত করা হয়েছে। শাহরুখ সম্পূর্ণ সুস্থ হয়ে সেটে ফিরে আসার পর, আবার পরবর্তী শ্যুটিং শুরু হবে।

{link}

ছবির শ্যুটিং সেপ্টেম্বর অথবা অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে বলে শোনা গিয়েছে। এদিকে, অন্যান্য প্রতিবেদন অনুসারে পরবর্তী পর্বের শ্যুটিং সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। কিং' শাহরুখ খানের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি ছবি। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি ‘পাঠান’ এবং ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত। 'দ্য আর্চিস' ছবির মাধ্যমে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশের পর সুহানা এই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।

{ads}

News Breaking News Shah Rukh Khan Bollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article